কলকাতারাজ্যের খবর

হাড়কাঁপুনি ঠাণ্ডা শুরু বঙ্গজুড়ে! ক্রমশ নিম্নগামী তাপমাত্রা

Weather Update

The Truth of Bengal: শীতের ঝোড়ো ইনিংস চলছে রাজ্যজুড়ে। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী দু’দিনে আরো তাপমাত্রা নামতে পারে। পরিষ্কার আকাশ থাকবে কলকাতা শহ পাশ্ববর্তী এলাকায়। আগামী বুধবারের মধ্যে আরো নামবে পারদ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০ এর নিচে নেমে গেছে তাপমাত্রা।

পশ্চিমের জেলাগুলিতে শীতের কাঁপুনি। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। আগামী দুদিন আরও তাপমাত্রা কমতে পারে। মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রী কমার সম্ভাবনা। আপাতত শীতের স্পেল জারি থাকবে। পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।

উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লী উত্তর প্রদেশ উত্তর রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর ছত্রিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা গুলি এবং উত্তর ওডিশা ও বিহার এই কোল্ড প্যাসেজের মধ্যে পড়ছে। এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা পাঁচ ডিগ্রী থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Free Access

Related Articles