বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা! ভারী বৃষ্টি সতর্কতা কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায়
Weather Update

The Truth of Bengal: ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত। যার জেরে শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে মেঘে ঢেলে থাকে আকাশ। দুপুরের পর থেকে শুরু হয় বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জন্য সমুদ্র উত্তাল হতে পারে। তাই শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বঙ্গের আকাশে আবার দুর্যোগের ঘনঘটা। শুক্রবারের পাশাপাশি শনিবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে উত্তরের জেলাগুলিতে শুক্র এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগোতে পারে। সেই নিম্নচাপের জেরে শুক্রবার থেকে আগামী ৩ অক্টোবর রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছ আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ওই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।উত্তরের জেলাগুলিতে সপ্তাহান্তে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। নিম্নচাপের জন্য সমুদ্র উত্তাল হতে পারে। তাই শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মাছ ধরতে যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বেশ কিছু জেলায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। সতর্ক আছে প্রশাসন।
Free Access