কলকাতা

আবহাওয়ার ভোলবদল, এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা

Weather Update

The Truth of Bengal: মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার ভোলবদল। কখনও তাপমাত্রা বাড়ছে তো কখনও কমছে। গত দুদিন ধরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আর রাতে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রির মতো কমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রা। আপাতত আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার খামখেয়ালিপনা চলবে। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও একটু কমতে পারে বলে আপডেট দিয়েছে হাওয়া অফিস।

তার পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আপাতত ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। অর্থাৎ নির্বিঘ্নেই সরস্বতী পুজো কাটবে। চলতি সপ্তাহে তাপমাত্রা কমলেও হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

সকালের দিকে রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গেরও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। তবে কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলা গুলিতে।

Related Articles