
The Truth of Bengal: মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা মঙ্গলবার থেকে বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে উত্তরবঙ্গে শীতের কাঁপুনি অব্যাহত। ঠান্ডায় কাঁপছে পার্বত্য উত্তরবঙ্গ।
সিকিমে চলছে বৃষ্টি ও রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। আর তার জেরে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পারদ নামবে হু হু করে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংএর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আর তার জেরে ঠান্ডার অনুভূতি তীব্র হবে।
উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। পাহাড়ি পথে কুয়াশা থাকবে ঘন। গাড়ির চালকদের বেশি সতর্ক হতে বলা হচ্ছে। বেশি কুয়াশা হবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘনকুয়াশার সতর্কতা রয়েছে । দার্জিলিংয়ের সমতল এলাকা শিলিগুড়িতে ও কুয়াশার দাপট থাকতে পারে।