
The Truth of Bengal: নিম্নচাপের জের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। আরও দুদিন বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জানানো হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ আছে তালিকায়।
এছাড়া, কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া পাঁচটি জেলায় ব্যাপক বৃষ্টি হবে আগামী দু’দিন। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে সরে যাবে।
বৃষ্টির পরিমাণ নির্ভর করবে নিম্নচাপের গতিবিধির ওপরে। নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। সতর্কতার জন্য বুধ এবং বৃহস্পতিবার দু’দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য শুধু বাংলা নয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্রিশগড়েও। বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড, ত্রিপুরায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন।