তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Weather office predicts heavy rains

Truth Of Bengal: তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি। দক্ষিণবঙ্গে এবার হাওয়া বদলের সম্ভাবনা। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার পশ্চিমের জেলায় হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে উপকূল ও পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা।
এদিন দক্ষিণবঙ্গের ৩ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে এখন তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গে পাঁচ জেলাতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৯ শতাংশ।