কলকাতা

বিত্তবান নয়, দলে বিবেকবান লোক চাই, বললেন মমতা

We want sensible people in the party, not rich people, said Mamata

The Truth of Bengal: ‘দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই।‘ ধর্মতলার সভামঞ্চ থেকে দলের কর্মীদের এই ভাবে শৃঙ্খলার পাঠ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তৃতার মাঝেই শুরু হয় বৃষ্টি। তবে তৃণমূলনেত্রী বৃষ্টিতে ভিজেই নিজের বক্তৃতা করেন। তিনি বলেন, ‘২১ জুলাই একটু বর্ষা তো হবে। এটা ঈশ্বরের আশীর্বাদ। শহিদের চোখের জল। এই জল দেখে ভয় পাবেন না।’

দুপুর ১টা ১০ মিনিট নাগাদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার সভাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন অখিলেশ যাদব। তাঁকে দেখেই ধর্মতলার ভিড় থেকে উল্লাসধ্বনি ওঠে। হাততালি দিয়ে মমতাকে স্বাগত জানান উপস্থিত সকলে। কিছুক্ষণ পর বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই তিনি বিজেপিকে নিশানা করেন। এর পর দলের কর্মীদের আরও সুশৃঙ্খল ও সংযমী হওয়ার বার্তা দেন।

মমতা বলেন, ‘দিল্লির সরকারের আয়ু আর বেশিদিন নেই। যে কোনও সময় দিল্লির সরকার পড়ে যাবে। উত্তর প্রদেশে যে খেলে দেখিয়েছেন অখিলেশ, তাতে দিল্লির সরকারের ইস্তফা দেওয়া উচিত। এজেন্সির ধমকানি-চমকানির পরও আমরা জিতেছি। একুশের মঞ্চে এমনই ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতমুলক আচরণ করেছে। এত এজেন্সির ভয় দেখানো হয়েছে তা আমরা জিতেছি যত জিতব তত আমাদের নরম হতে হবে।‘ মালদার দুটি লোকসভা আসনে না জেতা নিয়ে এদিন কিছুটা আক্ষেপ করতে শোনা গেলে ত্রিনামু সুপ্রিমোকে। কংগ্রেস ও বিজেপি সেখানকার মানুষের জন্য কিছুই করেনি। আমরা একমাত্র রাজনৈতিক দল, যারা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি। তারা আমাদের সম্পদ।’

Related Articles