ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চায় বিজেপি, দাবি খারিজ স্পিকারের,সোচ্চার বিজেপির বিধায়করা
BJP wants discussion on CAG report, Speaker's demand rejected, BJP MLAs are vocal in protest

The Truth Of Bengal: ক্যাগ রিপোর্ট নিয়ে মঙ্গলবার সরগরম হল রাজ্য বিধানসভা। অধিবেশনের শুরুতেই ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার দাবি জানায় বিজেপি। বিজেপি পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিধানসভা অধিবেশন কক্ষে হইচই শুরু হয়। বিজেপির পক্ষ থেকে স্লোগান তোলা হয় ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার দাবিতে। পরে বিজেপি বিধায়করা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ সংগঠিত করে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় ক্যাগ রিপোর্টের মধ্য দিয়ে উঠে এসেছে রাজ্যের একাধিক দুর্নীতির কথা।
প্রতিবাদে সোচ্চার বিজেপির বিধায়করা। বিধানসভা চত্ত্বরে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। বিধানসভায় বাজেট অধিবেশনে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চায় বিজেপি। বিধানসভার অধিবেশনে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল বিজেপি। তা খারিজ করে দেন স্পিকার। প্রতিবাদে সোচ্চার বিজেপির বিধায়করা। এই নিয়ে স্লোগান তোলেন বিজেপির বিধায়করা।
এই নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। ক্যাগ রিপোর্টে ভুল তথ্য পেশ করা হয়েছে। ভুল তথ্য সামনে নিয়ে আসা হয়েছে। রাজ্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। উল্টে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতি উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। অভিযোগ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ৭.৫ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দুর্নীতি করেছে বলে অভিযোগ শোভনদের চট্টোপাধ্যায় এর। ক্যাগ রিপোর্টে সে তথ্য উঠে এসেছে। শোভন চট্টোপাধ্যায় বলেন, নিজেদের দুর্নীতি নিয়ে আগে কথা বলুক বিজেপি। মিথ্যে অভিযোগ করা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে।
শুধু রাজনীতি করার জন্য বিধানসভার ভিতরে বিজেপি বিধায়করা ক্যাগ রিপোর্ট নিয়ে হইচই করছে। অভিযোগ শোভন দেবের। এদিন রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ হয়।