কলকাতা

উরস উৎসব উপলক্ষে ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

Vidyasagar Setu to be closed for 12 hours on the occasion of Urs festival, know the alternative route

Truth Of Bengal: উরস উৎসবের কারণে দ্বিতীয় হুগলি সেতু, অর্থাৎ বিদ্যাসাগর সেতু, নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১লা ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ২রা ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

বিদ্যাসাগর সেতুর পাশাপাশি আরও কয়েকটি রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। কলকাতা পুলিশ কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণমুখী যাতায়াত বন্ধ থাকবে। খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার পথও বন্ধ রাখা হবে।

পশ্চিমমুখী যানবাহনকে খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড ধরে পূর্বমুখী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে পায়ে হেঁটে উরস উৎসবে যোগদানের জন্য সংশ্লিষ্ট রাস্তা ব্যবহার করা যাবে।

গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলো বন্ধ থাকার কারণে ট্রাফিকের উপর বাড়তি চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যানবাহনের নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নাগরিকদের অনুরোধ করা হয়েছে, নির্দিষ্ট সময়ে ভ্রমণের পরিকল্পনা করার সময় এই পরিবর্তনের কথা মাথায় রাখতে।

Related Articles