
The Truth of Bengal: শুধু চিঠিপত্র আদানপ্রদান নয়, ডাকঘরে এখন সেরে নেওয়া যায় ব্যাঙ্কের যাবতীয় কাজ। অনেক প্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ মেলে। প্রিয়জনের ছবি দিয়ে বানানো যায় বিশেষ ডাকটিকিট। সেই ডাক টিকিট দিয়ে চিঠি পাঠানো যায় দেশ বিদেশের যে কোনও জায়গায়। এমন অনেক নানা পরিষেবা আজকাল মিলছে বিভিন্ন পোস্ট অফিসে। মানুষের জন্য কী কী পরিষেবা পাওয়া যায় পোস্ট অফিসে? সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরছে বিভিন্ন পোস্ট অফিস।
অন্য অনেক জায়গার মতো কালীঘাট পোস্ট অফিসেও এমন অনেক পরিষেবা পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এখানে মিলছে গঙ্গাজল ও কালীঘাটের প্রসাদ। বাইরে থাকা আত্মীয়ের কাছে সেই প্রসাদ পাঠানো যায়। শুধু গ্রাহক নয়, সাধারণ মানুষের জন্য আর কী কী পরিষেবা মেলে, তা তুলে ধরতে কালীঘাট পোস্ট অফিসে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
আগে শুধু চিঠিপত্র পাঠানো ও মানি অর্ডারের জন্য মানুষ পোস্ট অফিসের ওপর নির্ভরশীল ছিল। পরে পোস্ট অফিসে ব্যাঙ্কের আংশিক কাজ চালু করা হয়। বহু মানুষ এখন বিভিন্ন পলিসি ছাড়া নিয়মিত লেনদেন করেন পোস্ট অফিসে। সেইসঙ্গে মানুষের চাহিদার কথা মাথায় রেখে আজকাল পোস্ট অফিসে রাখা হচ্ছে নানা সামগ্রী। চাইলে যে কেউ তা কিনতে পারেন। এই বিষয়গুলির আরও প্রসারে উদ্যোগ নিয়েছে পোস্ট অফিস। তেমনই একটি অনুষ্ঠান হল কালীঘাট পোস্ট অফিসে।