কলকাতা

হাওড়া স্টেশনে উদ্ধার বহু মূল্যের সোনা, রুপো ও নগদ টাকা

Valuable gold, silver and cash recovered at Howrah station

Truth Of Bengal: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় কোটি টাকা মূল্যের সোনা, রুপো ও নগদ টাকা। শুক্রবার স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হয়েছে এসব। সূত্রের খবর, এদিন স্টেশন থেকে উদ্ধার হয় ৭৭০ গ্রাম ওজনের সোনার গহনা, রুপোর বিভিন্ন সামগ্রী সহ নগদ ৪০ হাজার টাকাও। বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরপিএফ আধিকারিকদের একটি দল ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১০ নম্বর প্যাটফর্মে প্রবেশ করে ট্রেনে তল্লাশি শুরু করে। এই তল্লাশিতে হরিশ কুমার বর্মা (৪৬), যার বাড়ি বিহারের ভাগলপুর এলাকাতে, তাকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের এ-১ কামরার ২৫ নম্বর সিটে বসে থাকতে দেখা যায়। আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করলে এই সকল সামগ্রী তার থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, রিং,চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন ৭৬৯.৯ গ্রাম। যার খোলা বাজারে আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকার অধিক।

এছাড়া তিনটি রুপার মূর্তি উদ্ধার হয়, যার ওজন ৩৮৫ গ্রাম। এছাড়াও নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার হয়। তার কাছ থেকে দুটি কাঁচা রশিদ পায় আধিকারিকরা, যা এই সকল দ্রব্যের আইনত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে। ওই ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা।

তাকে বারংবার বিভিন্ন প্রশ্ন করা হলেও ওই কাঁচা রশিদ ছাড়া আর কোনো প্রামাণ্য তথ্য ধৃত মনোজ বর্মা দিতে ব্যর্থ হয় বলেই আরপিএফ সূত্রে খবর। এরপর ধৃত ও উদ্ধার হওয়া সামগ্রী আয়কর বিভাগের হাতে প্রত্যাপর্ন করে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানান হয়েছে। তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles