বিনা উস্কানিতে ডিআই অফিসে পুলিশের ওপর হামলা! দেখুন ভিডিয়ো
Unprovoked attack on police at DI office! Watch video

Truth Of Bengal: কেন বিনা উস্কানিতে কসবার ডিআই অফিসে পুলিশের ওপর হামলা চালানো হল? কেন কসবার ডিআই অফিসে তাণ্ডব চলল? তাহলে কি বহিরাগতরা বিশৃঙ্খলা করে? পুলিশের প্রতি হিংসাত্মক আচরণ নিয়ে শিক্ষামহলেই প্রশ্ন উঠছে। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির পিছনে কার হাত,তার তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।
বিনা উস্কানিতে ডিআই অফিসে পুলিশের ওপর হামলা! দেখুন ভিডিয়ো pic.twitter.com/gAsPt9bFDB
— TOB DIGITAL (@DigitalTob) April 9, 2025
২০১৬ সালের এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে প্রায় ২৬হাজার শিক্ষকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘যোগ্য’দের পাশে থাকার কথা দিয়েছেন। তার পরও চাকরিহারাদের বিক্ষোভে নামে চাকরিহারাদের একাংশ। বুধবার সকালে চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবায় ডিআই অফিসের সামনে।
বিক্ষোভকারীরা যাতে ভিতরে প্রবেশ করতে না-পারেন, সে জন্য সুরক্ষা বলয় তৈরি করে পুলিশ। ডিআই অফিসের তালা ভেঙে দফতরের ভিতরে ঢুকে পড়ে চাকরিহারারা। বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের ওপর হামলার শিকার হন মহিলা পুলিশ কর্মীরাও। চারজন পুরুষ পুলিশকর্মী এবং দুইজন মহিলা পুলিশকর্মী আহত হন। আহত পুলিশকর্মীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে হালকা লাঠিচার্জ করে।
পুলিশের ওপর হিংসাত্মক আচরণের অভিযোগ আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে।মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও কেন এই বিক্ষোভ ?সেই প্রশ্নের পাশাপাশি আরও কিছু বিষয় উঠে এসেছে।কেন বিনা উস্কানিতে মানুষ গড়ার কারিগররা পুলিশের ওপর হামলা চালালেন ? সত্যিই কি চাকরিহারারা এই অশান্তির পিছনে ছিল,নাকি অন্যকেউ ছিল ? কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা তাও প্রশাসনের স্ক্যানারে। কারণ মাস্টারমশাইদের সামনে রেখে পিছন থেক কোনও শক্তি এই উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্কুল শিক্ষা দফতরের কর্তারা।