পুলিশ কিয়ক্স-এর সামনে থেঁতলানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Unidentified Deadbody found in shyambazar

The Truth of Bengal: সাত সকালে আবারও খাস কলকাতার বুকে স্কুলের সামনেই দেহ উদ্ধার। থেঁতলে গিয়েছে মুখ, ক্ষতবিক্ষত দেহ। দেহটি শ্যামবাজারে এভি স্কুলের মেইন গেটের অদূরেই পড়ে ছিল। বছর ৪৫ এর ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এলাকায় রক্তের ছাপ রয়েছে।
অদূরেই পুলিশ কিয়স্ক। তার সামনেই এভাবে দেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাতে প্রাথমিকভাবে মাথার পিছনে আঘাতের ফলেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে মুখ।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। আপাতত তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই ব্যক্তি পেশায় রাঁধুনি। সূত্রের খবর, স্থানীয় এলাকার ছোটো হোটেলগুলিতে রান্নার কাজ করতেন। কারণ দেহের পাশে রান্না করার সরঞ্জাম পড়ে ছিল। এলাকাবাসীরা কেউই তাঁকে চিনতে পারছেন না বলে জানা গিয়েছে। এই মৃত্যু নেপথে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
Free Access