কলকাতা

অটুট বন্ধনে ‘হেক্সা বন্ধন’! রাখি বন্ধন উৎসবের আয়োজন জয় বালাজি গ্রুপের হেক্সা-র

Unbreakable bond 'hexa bond'! Rakhi Bandhan festival is organized by Hexa of Joy Balaji Group

Truth Of Bengal: বন্ধনের হাত শক্ত করতে রাখি বন্ধন উৎসবের আয়োজন জয় বালাজি গ্রুপের হেক্সা-র। পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মেলবন্ধনে শামিল তারা। বর্তমান পরিস্থিতিতে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা দিতেই তাদের এই আয়োজন।

রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব নিয়ে একটা কবিতা লিখেছিলেন যার শেষ চারটা লাইন

বাঙালির প্রাণ, বাঙালির মন,

বাঙালির ঘরে যত ভাই-বোন

এক হউক এক হউক

এক হউক হে ভগবান।

কিন্তু এখন আর এই রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই। সম্প্রীতির এই উৎসবে এখন একজন ভাই ও তার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন।

তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই-বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। ২০২৩ সালে দাড়িয়েও ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা মাথাচাড়া দিয়ে ওঠে। তাই সম্প্রীতির হাত শক্ত করতে  জয় বালাজি গ্রুপের হেক্সা রাখি বন্ধন উৎসব এর। আর এই হেক্সা  বন্ধন আয়োজনের মধ্য দিয়ে  হেক্সা-র সঙ্গে মানুষ-এর  যে অটুট বন্ধন তারই বার্তা দিচ্ছে সংস্থা।

রবীন্দ্রসদন মেট্রোর সামনে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মেলবন্ধনের উৎসবে সমিল ওই সংস্থা। বর্তমান পরিস্থিতিতে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা দিতেই তাদের এই আয়োজন। সম্প্রতির এই উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ একে অপরকে রাখি বন্ধনের মধ্যে দিয়ে  সামাজিক মেল বন্ধনকে আরও  দৃঢ়  করছে। সৌভ্রাতৃত্বের এই আয়োজন করতে পেরে খুশি সংস্থার কর্মীরা। আয়োজকদের সাধুবাদ জানায় পথ চলতি সাধারণ মানুষ।