বাংলায় বিনিয়োগে আগ্রহী ব্রিটেন, লন্ডনে শিল্প বৈঠকে দৃঢ় বার্তা মুখ্যমন্ত্রীর
UK keen to invest in Bengal, CM asserts at industrial meet in London

Truth of Bengal: লন্ডন সফরে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ব্রিটেনের সঙ্গে শিল্প সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। মঙ্গলবার শিল্প বৈঠকে ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতিরা বাংলার বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরে ব্রিটিশ সংস্থাগুলিকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানান। তাঁদের আশ্বাস, বাংলায় ব্যবসার প্রসার ঘটালে হতাশ হতে হবে না।
বুধবার লন্ডনে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ব্রিটেনের সরকারি প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এতে বিভিন্ন ব্রিটিশ সংস্থা বাংলায় ব্যবসা বিস্তারের একাধিক প্রস্তাব নিয়ে আসে। মেডিক্যাল সামগ্রী উৎপাদন থেকে শুরু করে শক্তি সংরক্ষণ প্রযুক্তি ও মেটাল ইঞ্জিনিয়ারিং—বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা উঠে আসে আলোচনায়। মুখ্যমন্ত্রী বৈঠকের সূচনা করলেও, আলোচনার দায়িত্ব তুলে দেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের হাতে। তবে বৈঠকের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তিনি নজরে রাখছেন।
বৈঠকে বাংলার তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও শিল্পসচিব বন্দনা যাদব। ব্রিটিশ শিল্পপতিদের মধ্যে ছিলেন বার্কলের সিইও স্টিভেন ফ্লাহার্টি, গ্র্যাভিট্রিসিটির চেয়ারম্যান মার্টিন রাইট, স্কটিশ লাইফসায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টোন এবং ভিসুভিয়াস গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর হেনরি নলেস।
বার্কলের পক্ষ থেকে বাংলায় বিশ্বমানের শিল্প কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন স্টিভেন ফ্লাহার্টি। শক্তি সংরক্ষণের বিশেষ প্রযুক্তির বিষয়ে কথা বলেন গ্র্যাভিট্রিসিটির চেয়ারম্যান মার্টিন রাইট।
এর আগে ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলার স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করেছিলেন। এবার সেই খাতেই বিনিয়োগের প্রস্তাব দিলেন স্কট জনস্টোন। তিনি বাংলার সঙ্গে মেডিক্যাল সরঞ্জাম, ডায়গনস্টিক সেবা এবং ডিজিটাল হেলথ সিস্টেম নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। একইভাবে, হেনরি নলেস জানান যে, ভিসুভিয়াস গ্রুপ মেটাল ইঞ্জিনিয়ারিং খাতে বাংলায় ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।
ব্রিটিশ শিল্পপতিদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন বাংলার দুই শীর্ষ আমলা—মনোজ পন্থ ও বন্দনা যাদব। এই আলোচনার মাধ্যমে স্পষ্ট যে সরকারি স্তরেও ব্রিটেন ও বাংলা একসঙ্গে শিল্পক্ষেত্রে কাজ করতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর সেই সম্ভাবনাকে আরও দৃঢ় করল।