বল আনতে এসে বেধড়ক মার খেল দুই কিশোর, গ্রেফতার প্রোমোটার
Two teenagers beat up on ball delivery driver, promoter arrested

Truth Of Bengal: ফের প্রোমোটারের বিরুদ্ধে উঠলো দাদাগিরির অভিযোগ। রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারিতে এক নির্মীয়মান বহুতলের প্রোমোটারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। খেলতে এসে বল বহুতলে ঢুকে যাওয়ার ঘটনায় দুই কিশোরকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে প্রোমোটার প্রাণতোষ সাহার বিরুদ্ধে। ঘটনার পরই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে স্থানীয় তরুণ সংঘ ক্লাবের মাঠে খেলছিল পাড়ার চার কিশোর। খেলতে খেলতে বলটি পাশের একটি নির্মীয়মান বহুতলে ঢুকে যায়। বল আনতে গিয়ে ওই ভবনে ওঠে দুই কিশোর। তখনই সেখানে উপস্থিত প্রোমোটার প্রাণতোষ সাহা হঠাৎ করে বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ। আহত কিশোরদের পরিবারের দাবি, শুধু মারধরই নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় তাদের।
রাতে আহতদের পরিবারের পক্ষ থেকে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল এবং ক্লাবের সদস্যরা কিশোরদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রাণতোষ সাহা দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে চলেছেন।
এর আগেও রাস্তা দখল, পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে বচসা এবং মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রোমোটারের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রিজেন্ট পার্ক থানার পুলিশ তদন্ত শুরু করেছে— কীভাবে এক প্রোমোটার এমন নির্লজ্জভাবে দুই কিশোরের উপর হেনস্থা চালাতে পারল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই প্রোমটারকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।