কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, মৃত ২ পুরোহিত
Two priests killed in massive fire at cloth warehouse

Truth Of Bengal: রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন দুজন। রাত ১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে পাথুরিয়া ঘাট স্ট্রিটের ১৪ তলা বহুতলের উপরের তলায় একটি কাপড়ের গুদামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই দমকলে ১০ ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনলেও ভষ্মিভূত হয়ে গিয়েছে গোডাউনটি।
জানা গিয়েছে, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বছর ৫৮-র কিষান লাল উপাধ্যায়, আর অন্যজন বছর ৪৮ এর সুনীল কুমার শর্মা। বাড়ি রাজস্থান। পেশায় দুজনেই ছিলেন পুরোহিত। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভয়াবহ আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।
স্থানীয়দের দাবি আগুনেরের ভয়ংকর রূপ এতটাই তীব্র ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায়। যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই বহু তলের ছাদের একটি ঘরে থাকতেন তাঁরা। সোমবার সকালে তাঁদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে কীভাবে আগুন লাগল তো এখনও জানা যায়নি। পুরো বিষয়টা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ বাহিনী।