শহরে জোড়া দুর্ঘটনা, ওয়েলিংটনে মৃত বৃদ্ধা, রবীন্দ্রসদনে আহত মহিলা
Twin accidents in the city, elderly woman dead in Wellington, woman injured in Rabindra Sadan

Truth Of Bengal: সপ্তাহ শুরুতে শহরে ঘটে গেল জোড়া দুর্ঘটনা। একদিকে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার আর অন্যদিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। এদিন সকাল ৭টা নাগাদ ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৬৭ বছরের বৃদ্ধা। দুর্ঘটনার পরই চম্পট দেয় বাস চালক। তবে জানা গিয়েছে, এন্টালি থেকে তাঁকে পাকরাও করেছে পুলিশ। অন্যদিকে রবীন্দ্রসদনে এক্সাইড মোড়ের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। সেখানে পিটিএসের দিকে যাওয়ার সময় বেসরকারি ও সরকারি বাসের ধাক্কা লাগে, যার জেরে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বর্তমানে তিনি এসএসকেএমে ভর্তি।
প্রথম দুর্ঘটনা, সোমবার সকালে ৭টা নাগাদ ওয়েলিংটনে রাস্তা পেরনোর সময় বৃদ্ধা শান্তি দেবীকে ধাক্কা দেয় এক স্কুলবাস। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বছর ৬৭-এর ওই বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে এন্টালি থেকে পলাতক বাস চালককে আটক করেছে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করছে বউবাজার থানার পুলিশ।
দ্বিতীয় দুর্ঘটনা, এদিন সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদন সংলগ্ন এক্সাইড মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোড়ে বাঁক নেওয়ার সময়ে একটি সরকারি ও একটি বেসরকারি বাস রেষারেষি করছিল। ঠিক সেই সময় পঞ্চাশ বছরের একটি মহিলা রাস্তা পার হচ্ছিলেন। এহেন সময়ে বাসের ধাক্কায় ময়দান থানার সামনে তিনি পড়ে যান। দ্রুততার সঙ্গে তাঁকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তিনি এখন ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসারত। হাসপাতাল সূত্রে খবর, মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।