কলকাতা

দিল্লিতে ঝাঁকুনি দিতে প্রস্ততি নিচ্ছে তৃণমূল, ৫০ হাজার কর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা

Trinamool wants to protest in Delhi

The Truth of Bengal: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একাধিবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সময়ই অভিষেক হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলা থেকে সাধারণ মানুষদের নিয়ে গিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখানো হবে। একশো দিনের টাকাসহ একাধিক প্রকল্পের বকেয়া পাওনার দাবিতে সাধারণ মানুষদের নিয়ে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ করা হবে।

গত ২১শে জুলাইয়ের মঞ্চেও ফের একবার দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখানোর হুংকার দিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, অভিষেকের প্রতিশ্রুতি দেওয়া সেগুলি যে শুধু হুংকারই ছিল না, তা বোঝাতে দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। গান্ধীজয়ন্তীতে রাজধানীর বুকে কার্যত রাজনৈতিক ঝড় তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দিল্লির দায়রাগঞ্জ থানায় চিঠি দিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।

চিঠিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হবেন প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থক। তার জন্য রামলীলা ময়দানে প্যান্ডেল ও তাঁবু খাটাতে চাইছে তৃণমূল শিবির। তৃণমূল কর্মী সমর্থকদের  এদিকে গান্ধী জয়ন্তীর জন্য হাতে আর বেশি সময় নেই। দু’সপ্তাহ বাকি। এত কর্মী-সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করতে, তাই তেড়েফুড়ে আসরে নেমে পড়েছেন ডেরেক ও ব্রায়েনরা। রামলীলা ময়দানে তাঁবু খাটানোর অনুমতি চেয়ে দিল্লি পুলিশের কাছে চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ।

দলীয় সূত্রের খবর, দিল্লিতে একাধিক জায়গায় ধরনা, বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে তৃণমূল। কিন্তু এতজন কর্মী-সমর্থকের থাকার জন্য যে আবেদন করা হয়েছে, তার সবুজ সঙ্কেত এখনও মেলেনি। তবে রাজধানীর বুকে, রাজনৈতিক ঝড় তুলতে তারা যে পুরোপুরি প্রস্তুত, সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে।

 

Related Articles