কলকাতা

১০ ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের বৈঠক

Trinamool parliamentary party meeting on February 10

Truth Of Bengal: আগামী ১০ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পরিষদীয় বৈঠক বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরহিত্যে হবে এই বৈঠক। বাজেট অধিবেশনে দলের বিধায়কদের ভূমিকার পাঠ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শৃঙ্খলার উপর বিশেষ বার্তা দিতে পারেন।

আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যপালকে। অধিবেশনের শুরুর দিনেই পরিষদীয় দলের বৈঠক ডাকল তৃণমূল। দলের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওইদিন বেলা সাড়ে ১২ টায় এই বৈঠক হওয়ার কথা। বাজেট অধিবেশনে দলের বিধায়কদের ভূমিকা কী থাকবে তার পাঠ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই বৈঠক থেকে বিধায়কদের কড়া বার্তাও দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে শৃঙ্খলা নিয়ে। দলের অভ্যন্তরে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত নয়, আগেই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আবারো তার স্মরণ করিয়ে দেবেন দলের সুপ্রিমো। দলের নিয়ম-নীতি না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাও বুঝিয়ে দেবেন।

পাশাপাশি বাজেট অধিবেশনে দলের বিধায়কদের উপস্থিতির উপরেও জোর দিচ্ছে তৃণমূল। এই বৈঠক থেকে তা নিয়েও বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিম। বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে এই অধিবেশনে। স্বাভাবিকভাবেই তাই এই বাজেট নিয়ে প্রত্যাশী সব মহল। আগামী বছর যে বাজেট পেশ হবে তা ভোট অন অ্যাকাউন্ট।

আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন অধিবেশনের শুরুতে রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। ওই একই দিনে বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। সব দলের বিধায়করা যাতে সুস্থ আলোচনায় অংশগ্রহণ করে সেই আবেদন আগেই রেখেছেন স্পিকার।

Related Articles