Lok Sabha Election 2024 : দিলীপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি, কমিশনে দাবি তৃণমূলের
Lok Sabha Election 2024 : Trinamool demanded strict action against Dilip

The Truth Of Bengal : আগেই চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করল রাজ্যের শাসক দল। ১০ জনের একটি প্রতিনিধি দল কমিশনে আসে। প্রতিনিধি দলে রয়েছেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, বসুন্ধরা গোস্বামী, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুদর্শনা মুখোপাধ্যায়, নাদিমুল হক, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। বুধবার সকালে তৃণমূল প্রতিনিধিরা কমিশনে আসেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া চতুরঙ্গ মাঠে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদ ও তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কুরুচিকর কথা বতে শোনা যায় তাঁকে। মমতার পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর ভাবে প্রশ্ন তোলেন। দিলীপের এই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করে। শাসক দল তো বটেই সব মহল থেকে প্রতিবার শুরু হয়। রাতেই কমিশনে চিঠি লিখে অভিযোগ জানায় তৃণমূল। তারপর আজ বুধবার সকালে কমিশনে এসে দিলীপের বিরুদ্ধে নালিশ জানিয়ে কড় ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানায়।
মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষের কুমন্তব্যের জেরে গতকাল পদক্ষেপ করেছিল কমিশন। রাতেই জেলাশাসকের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়। রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠিয়ে দেওয়া হবে।
এদ্দিকে, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জেরে দলের অন্দরেই সমালোচিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার রাতেই দিলীপকে শো-কজ করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। চিঠি পেয়ে দিলীপ নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থানে অনড়। দলের নোটিশ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘অফিসিয়াল চিঠির জবাব আমি অফিসিয়ালি দেব।‘
FREE ACCESS