কলকাতা

তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি! গ্রেফতার ১

Trinamool councilor shot at

Truth of Bengal: কলকাতার কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা। অভিযোগ করেছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ। কাউন্সিলর দাবি করেন ভর সন্ধ্যায় তার বাড়ির সামনে হঠাৎই স্কুটিতে চড়ে দুই যুবক আসে ঠিক সেই সময়েই বাড়ির নিচেই ছিলেন সুশান্ত কুমার ঘোষ।

স্কুটি থেকে নেমেই তার দিকে বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করে ওই দুই যুবক। প্রথমবার বন্দুক লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। জানা গিয়েছে, কাউন্সিলরকে লক্ষ্য করে দ্বিতীয় বার গুলি চালানোর চেষ্টা করে দুই যুবক তখনও সফল হতে পারেনি দুষ্কৃতীরা গুলি গিয়ে লাগে বাড়ির পাঁচিলে। দুবার গুলি চালানোর পরই ওই দুই দুষ্কৃতি ঘটনাস্থল থেকেই আটক করে কাউন্সিলর এর অনুগামীরা। পুলিশ এসে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে এবং আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়।

Related Articles