কলকাতা

প্রবেশে বাধা! রূপান্তরকামীদের সঙ্গে অশ্লীল ব্যবহার, কাঠগড়ায় আরপিএফ জওয়ান

transgenders harassed in rabindra sadan metro station

Truth Of Bengal : অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিক্ষোভের পর বাড়ি ফেরার সময় তিনজন রূপান্তরকামীকে হেনস্থার অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে খাস কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। পাশাপাশি অশালীন মন্তব্যও করা হয়েছে বলে দাবি। অভিযোগে কাঠগড়ায় আরপিএফ জওয়ান৷ এরপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হন ময়দান, ভবানীপুর এবং লালবাজার পুলিশ৷ দীর্ঘ সময়ের পর পুলিশ কোনোরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ সহ রাজ্য। দেশের প্রায় প্রত্যেকেই নিজেদের মতো করে এই বৃহৎ আন্দোলনে শামিল হচ্ছেন। সেইমতই বৃহস্পতিবার রাতে রুপান্তরকামীরাও শান্তিপূর্ণভাবে প্রতিবাদের উদ্দেশ্যে সমাবেশ করেন। প্রতিবাদ কর্মসূচির পর সেখান থেকে প্রত্যেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটে বিপত্তি! অভিযোগ, ফেরার পথে টিকিট থাকা সত্ত্বেও তাদের আরপিএফের বাধার মুখে পড়তে হয়। শুধু তাই নয়, নির্যাতিতা ও তাঁর সঙ্গীদের বুকে হাত দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত। নির্যাতিতার সঙ্গীরা তাঁর পাশে এসে দাঁড়ালে তাদেরকেও হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রনক্ষেত্র হয়ে ওঠে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন।

এরপর যাত্রী পরিষেবা ব্যাহত না করেই তাঁরা প্রত্যেকে নিজেদের মত করে প্রতিবাদ দেখাতে থাকেন। নির্যাতিতারা স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে চাইলে এক আরপিএফ জওয়ান বলেন প্রবেশ করার অনুমতি নেই।  স্টেশন মাস্টার ‘অন ডিউটি’ থাকলেও সেই সময় স্টেশনে উপস্থিত ছিলেন না। তারপর আরেক আরপিএফ জওয়ান এক রূপান্তরকামীকে অশ্লীলভাবে স্পর্শ করে তাঁর প্রতি কুরুচিকর মন্তব্য করেন। ঘটনার জল গড়ায় ভবানীপুর থানা পর্যন্ত। এরপর পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। অভিযুক্ত অসীম ঘোষ এবং রামকিষেণ রামের বিরুদ্ধে চার্জশিট তৈরির আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে মেট্রোর তরফ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “আর পি এফের তরফে তদন্ত শুরু হয়েছে। ওরা যদি থানায় অভিযোগ করে থাকে যা ব্যবস্থা নেওয়ার নেবে। আর পি এফের তদন্তে দোষ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে।”

Related Articles