কলকাতা

দমদমে ট্রেন বিপর্যয়, আতঙ্ক ও ভোগান্তিতে যাত্রীরা

Train derailment in Dum Dum, passengers in panic and suffering

Truth Of Bengal: বুধবার সকালে শিয়ালদহগামী বনগাঁ লোকাল দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ঠিক পরেই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। ট্রেনটির ১২ নম্বর কামরার চারটি চাকা হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। হঠাৎ এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে।

খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল পুলিশ, আরপিএফ ও পূর্ব রেলের একাধিক আধিকারিক। শুরু হয় উদ্ধার কাজ।

দমদম স্টেশন পূর্ব রেলের একটি অন্যতম ব্যস্ত জংশন। ঘটনার পর সাময়িকভাবে ৪ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসাবে ১, ২, ৩ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হয়।

গ্রীষ্মের তীব্র দাবদাহে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাত্রীদের সমস্যার যেন শেষ ছিল না। এক নিত্যযাত্রী জানান, “হঠাৎ ঝাঁকুনি আর বিকট শব্দে ভয় পেয়ে যাই। পরে বুঝতে পারি ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকা একেবারেই কষ্টকর।”

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “১৫ থেকে ২০ মিনিটের জন্য ট্রেন চলাচলে সমস্যা হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়েছে।”

যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবুও এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে। যাত্রীদের একাংশের দাবি, ট্রেন ছাড়ার আগে আরও ভালো করে প্রযুক্তিগত পরীক্ষা করা উচিত, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। রেল সূত্রে খবর, কীভাবে এমন লাইনচ্যুতি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

Related Articles