
The Truth Of Bengal : শুক্রবার সন্ধ্যার থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এর মধ্যেই আলিপুর আবহাওয়ায় দফতরের তরফ থেকে জানানো হয়েছে , রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা আছে । আওয়া দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী
৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ।
হাওয়া অফিসের তরফ জানানো হয়েছে , রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়ায় দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে , বর্তমানে ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দুইদিন তাপমাত্রার তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না । তবে রাতের দিকে দক্ষিনবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। তাছাড়া রবিবার দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর থেকে আগামী ৩ – ৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভবনা নেই।