রাজ্য জুড়ে শীতের আমেজ, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বইবে
Weather Update

The Truth of Bengal: কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে পারদ। জেলায় জেলায় শীতের স্পেল। ১০ ডিগ্রির নিচে পশ্চিমের জেলার তাপমাত্রা। শীতের অনুকূল পরিস্থিতি দেশে।
দার্জিলিং এ বৃষ্টি
দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং এর উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
সিস্টেম
দক্ষিণ-পূর্ব আরবসাগর ও মলদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে শনিবার উত্তর-পশ্চিম ভারতে।
দক্ষিণবঙ্গ
উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী শনিবার পর্যন্ত শীতের স্পেল বাংলায়। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা।
আজ আরো একটু তাপমাত্রা নামল। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গে
সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা।
দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সামান্য সম্ভাবনা।
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। আজ বুধবার বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
কলকাতায়
আজ ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে পারদ। আজ পরিষ্কার আকাশ। শীতের স্পেল কলকাতাতেও। আরো কয়েকদিনের লম্বা স্পেলের সম্ভাবনা। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ।
ভিনরাজ্যে
উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি, রাজস্থানে উত্তরপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে চলে আসবে।কোথাও ছ ডিগ্রী পর্যন্ত নেমে যেতে পারে।
বৃষ্টি হবে কেরালা তামিলনাডু লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি মাহে কারাইকালে। কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা। আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা।