রাম-বাম ষড়যন্ত্রে বাতিল ২৬ হাজার চাকরি, রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের
TMC cancels 26,000 jobs over Ram-Left conspiracy

Truth of Bengal: এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এই মামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল বলে মনে করে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে। বিরোধীদের উদ্দেশ্য বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। এই নিয়ে সরাসরি বিজেপি ও সিপিএমকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধী রাজনৈতিক দলের এই চক্রান্তের ফলে রাজ্যের যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বিরোধী রাজনৈতিক চক্রান্তের প্রতিবাদ জানাতে এবার পথে নামছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোমবার সাংবাদিক বৈঠক করে দলের একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৯ এপ্রিল বিকেল ৩ টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ।
১১ এপ্রিল কলকাতা-সহ রাজ্যজুড়ে আয়োজন করা হয়েছে প্রতিবাদ কর্মসূচি। প্রতি ব্লক, টাউন ও ওয়ার্ডেও মিছিল করা হবে তৃণমূলের পক্ষ থেকে। কুণাল ঘোষ জানান, বিজেপি সিপিএম একযোগে বাংলাকে অসম্মান করছে। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে। ত্রিপুরায় কিভাবে চাকরি গিয়েছিল সে কথা মনে করিয়ে দেন তিনি। ত্রিপুরায় বাম সরকারের আমলে চাকরি হারিয়েছিলেন। বিজেপি ক্ষমতায় এলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কথা রাখেনি। বাংলার একজনও বঞ্চিত হবেন না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা চাকরিহারাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন। নেতাজি ইনডোরে আয়োজিত সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, রাম-বাম চক্রান্তে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী! সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছেন, এই রায়ের নেপথ্যে কোনও খেলা হচ্ছে না তো? এই প্রেক্ষাপটেই ন্যায়ের দাবিতে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।