সরগরম কলকাতা পুরসভা, মেয়রের সামনেই শাসক বিরোধী কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি
TMC BJP Councilor clash

The Truth of Bengal: ফের একবার অশান্ত পরিস্থিতি দেখা গেল কলকাতা পুরসভার অন্দরে। শাসক বিরোধীদের কাউন্সিলরদের দেখা গেল রীতিমতো মারপিট করতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়র আবেদন নিবেদন করলেও, তাকে পাত্তাই দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে, অধিবেশন শুরুর ডাক দেওয়া হয়। সেই সময়ই অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি কাউন্সিলরেরা।
পুরসভার সূত্রের খবর, তৃণমূলকংগ্রেসের কাউন্সিলর বিশ্বরূপ দে, পুরসভার সংযোজিত এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দের দাবি জানান। পাশাপাশি পুরনো কলকাতার কাশিপুর থেকে বউবাজার ও মানিকতলা থেকে তালতলা পর্যন্ত ওয়ার্ডের স্যুয়ারেজ মাস্টার প্ল্যান তৈরির বিষয়টি তোলেন। মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে উত্তর দেওয়ার সময়ই বিরোধীদের তরফে শুরু হয় বিক্ষোভ। এবং শাসকদলের কাউন্সিলরদের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়।
এদিনের ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শহর কলকাতার বিভিন্ন বিষয়ে নিয়ে প্রশ্ন এবং প্রস্তাব তুলে থাকেন শাসকদলের কাউন্সিলররা। বিরোধীদল সংখ্যায় কম হলেও তারা সমস্ত বিষয়ে চুপ এবং উদাসীন থাকেন। এমনকী নিজেদের এলাকার বিষয়েও তারা সেভাবে সরব হন না।
আরও পড়ুন দমদম জংশনে লাইনচ্যুত ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
এর পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা, বিজেপি কাউন্সিলরদের উদ্দেশে কিছু টিপ্পনী করেন। তারপরেই বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, মিনাদেবী পুরোহিত, বিজয় ওঝা, কংগ্রেস দলের কাউন্সিলর সন্তোষ পাঠক তীব্র প্রতিবাদ জানান। বিষয়টি প্রায় গড়ায় হাতাহাতি পর্যন্ত। পরিস্থিতি দুর্ভাগ্যজনক বলে, সভা কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়।