কলকাতা

Lok Sabha Elections 2024: দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ৩৮৩টি অভিযোগ কমিশনে, গুরুত্ব দিয়ে নিষ্পত্তি

Lok Sabha Elections 2024: Total complaints in three Lok Sabha centers

The Truth of Bangla: প্রথম দফার ভোট শুরু হতেই ব্বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কমিশনে তিনটি লোকসভা কেন্দ্রের মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ জমা পড়ে ১৩৫টি। কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ১৭২টি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ৭৬টি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে এই তথ্য তুলে ধরা হয়েছে। অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। সব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সিভিজিলের মাধ্যমেও অনেক অভিযোগ জমা পড়েছে।

অন্যদিকে, সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৩৩.৫৬ শতাংশ। গোট দেশের নিরিখে সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার বেশ উল্লেখযোগ্য। সকাল থেকেই দেখা গিয়েছে বেশ উৎসাহের সঙ্গে মানুষ ভোটের লাইনে দাঁড়ান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ভোটের লাইন দীর্ঘ হতে থাকে। কোচবিহারে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৩৩.৬৩ শতাংশ। আলিপুদুয়ারে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৩৫.২০ শতাংশ। অন্যদিকে, জলপাইগুড়িতে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৩১.৯৪ শতাংশ।

Related Articles