বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, বোমাতঙ্ক ঘিরে ব্যাপক চাঞ্চল্য শহরে
Threats to bomb the school

The Truth of Bengal: বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। কলকাতার ২০০ স্কুলে বোমাতঙ্ক ঘিরে ব্যাপক চাঞ্চল্য। রবিবার রাত ১২ টা বেজে ২৪ মিনিটে স্কুলগুলির মেল আইডি-তে আসে এই হুমকি। প্রেরক হিসেবে নাম ছিল ‘doll’। যে দুই জঙ্গি বোমা মেরে স্কুল উড়িয়ে দেবে বলে বলা হয় তাদের নাম ‘চিং’ ও ‘ডল’। ইতিমধ্যে লালবাজারে জানানো হয়েছে বিষয়টি। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। স্কুলগুলিতে পৌঁছয় বম্ব স্কোয়াড।
কিছুদিন আগে বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। মিউজিয়ামের ই-মেল আইডিতে একটি মেল এসেছিল। পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দ্রুত মিউজিয়াম খালি করে দেয়। তন্নতন্ন করে খোঁজ শুরু করে বোমার। অনেক খোঁজার পরও বোমা মেলেনি। পরে জানা যায় ভুয়ো মেল এসেছিল। তারপর আবার স্কুলে বোমা রাখা হয়েছে বলে এল হুমকি মেল।
যে মেল আসে তাতে বলা হয়, টাইমার সেট করা রয়েছে সকালের। যখন বাচ্চারা স্কুলে থাকবে তখন রক্তস্নান করানো হবে। ওই মেলেই দুই জঙ্গির নাম ছিল। এমন মেল আসার পর খুব স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠা সৃষ্টি হয়। স্কুলগুলিতে সতর্ক করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তবে মেলটি ভুয়ো হতে পারে বলেও মনে করা হচ্ছে। এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পুলিশ কর্তারা।