বোমা রাখা আছে বলে হুমকি মেল, আতঙ্কে হুলস্থুল কাণ্ড
Threat mail that bomb is kept, panic attack

The Truth of Bengal: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। বিমানবন্দরে বোমা রাখা আছে হুমকি মেল আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। সিআইএসএফ-এর পক্ষ থেকে বিমানবন্দরে চিরুনি তল্লাশি শুরু হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। খতিয়ে দেখা হচ্ছে এই হুমকি মেল কোথা থেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হুমকি মেলটি কোথা থেকে আসে তা জানতে সাহায্য নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের। সাম্প্রতিককালে কলকাতায় একাধিক এমন মেল পাঠিয়ে বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়ানো হয়েছিল। এটাও তেমন কোনও ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই হুমকি মেলের পেছনে এক যাত্রীর হাত থাকতে পারে। তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর। অন্যদিকে গোটা এলাকায় কড়া নজরদারি শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বোমা খোঁজার পালা চলে। তবে দীর্ঘ সময় পরও মেলেনি কোনও বোমা।