কলকাতা

‘এইচ এম পি ভি’ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : মুখ্যমন্ত্রী

There is nothing to panic about 'HMPV': Chief Minister

Truth Of Bengal: পাঁচ বছর আগের কোভিড ১৯-এর ভয়াবহ স্মৃতি এখনও তাজা। তারই মধ্যে নতুন আতঙ্ক। বিশ্বজুড়ে শুরু হয়েছে যদি কোন গাইডলাইন দেওয়া হয় সেটা মেনে চলা হবে।’ নিয়ে চর্চা। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে নানান জল্পনা চলছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এই নিয়ে আশ্বস্ত করেছেন। এইচ এম পি ভি’ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গঙ্গাসাগর পরিদর্শনে এসে সোমবার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এইচ এম পি ভি’ নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ইতিমধ্যেই বৈঠক করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেঙ্গালুরুতে দুজনের হয়েছে। এতে আতঙ্কিত এখনই হওয়ার কোন কারণ নেই। যদি কোন গাইডলাইন দেওয়া হয় সেটা মেনে চলা হবে।’ এদিন কপিলমুনির আশ্রমে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি-র চরিত্র অনেকটাই করোনা ভাইরাসের মতো। এই ভাইরাসও হাঁচি-কাশির মাধ্যমেই রোগ ছড়ায়। শ্বাসযন্ত্রেই এটি সবার আগে আক্রমণ করে। করোনা ‘জেনেটিক মিউটেশন’ ঘটিয়ে অসংখ্য উপরূপের জন্ম দিয়েছে। যার কয়েকটি রীতিমতো প্রাণঘাতী। কিন্তু এইচএমপিভি-র ক্ষেত্রে এখনও অবধি তেমনটা বলা যায় না। এইচএমপিভি-র মিউটেশন ঘটেছে কিনা সেবিষয়ে এখনও জানা যায়নি।

রাজ্যের স্বাস্থ্য দফতর এই নিয়ে নিয়মিত খোঁজ রেখে চলেছে। নজর রাখছে গোটা বিশ্বের উপর। সরকারের ভাবনা এদের স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, যদি কোন গাইডলাইন দেওয়া হয় সেটা মেনে চলা হবে।’ এই নিয়ে কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ নিছে সেদিকেও নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Related Articles