“জঙ্গিদের শেষ না করে স্বস্তি নয়”! স্পষ্ট বার্তা শহিদ-পত্নীর
"There is no relief until the militants are eliminated"! A clear message from the martyr and his wife

Truth Of Bengal: কাশ্মীরে পহেলগাঁও হামলায় প্রাণ হারানো বেহালার সমীর গুহর স্ত্রী শবরী গুহর চোখে এখনও ন্যায়বিচার মেলেনি। ‘অপারেশন সিঁদুর’ সফল হলেও তাঁর মনে প্রশান্তি নেই। শবরীর মতে, জঙ্গিরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত প্রকৃত ন্যায়বিচার সম্ভব নয়।
কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী ও মেয়ে। ২২ এপ্রিলের সেই ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান সমীর। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তির অকাল প্রয়াণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবারটি। মেয়ে শুভাঙ্গীর পড়াশোনা, ফ্ল্যাটের ঋণ সবকিছু নিয়ে উদ্বেগে দিন কাটছে শবরীর। তাঁর দাবি, সরকারের উচিত সমীরের চাকরিটি তাঁকে দেওয়ার ব্যবস্থা করা, যাতে সংসার চালানো সম্ভব হয়।
শবরী কেবল নিজের স্বামীর মৃত্যুর বিচারই চান না, চান সমস্ত জঙ্গির বিরুদ্ধে কড়া পদক্ষেপ। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘শুধু পাল্টা আঘাত নয়, জঙ্গিদের সম্পূর্ণ নির্মূল করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনও পরিবার এমন যন্ত্রণার শিকার না হয়, সেটাই আমার একমাত্র প্রার্থনা।’’
এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তবে শবরীর মতে, অর্থ নয়, প্রয়োজন নিরাপত্তা ও স্থায়ী সমাধান। এই যন্ত্রণা নিয়ে যেন আর কেউ না বাঁচে— এমনই প্রত্যাশা বয়ে নিয়ে চলেছেন এক বিধ্বস্ত শহিদ-পত্নী।