কলকাতারাজ্যের খবর

গরম থেকে এখুনি মিলছে না রেহাই, জানিয়ে দিল হাওয়া অফিস

There is no escape from the heat, says the Met Office

Truth Of Bengal: এপ্রিল মাসেও মিলছে না গরম থেকে স্বস্তি। আগামী সপ্তাহে তাপমাত্রায় কোনরকম বড় পরিবর্তন নেই। প্রত্যেকদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নেই বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু ৮ এপ্রিল কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাপমাত্রার কোন বদল হবে না।

বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে  পুরুলিয়া, বাঁকুড়াম,  ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪  পরগনা। আগামীকাল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায়,  দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আগামীকাল অর্থাৎ ৩ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিনটি জেলা ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টা ঝড়ো হাওয়া বইবে।  সেই সাথে হবে  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ।তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় খুব হালকা  বৃষ্টিপাতের  সম্ভাবনা আছে। তাপমাত্রা খুব একটা বদল হবে না।

Related Articles