কলকাতারাজ্যের খবর

স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, বিজেপির কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলা

There is chaos around the Health Bhaban campaign, extreme chaos around BJP's program

The Truth of Bengal: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। চরম বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় এই কর্মসূচি ঘিরে। হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের এলাকায় দাপিয়ে বেড়ানো ছবি ধরা পড়ে। যখন অরাজনৈতিক আন্দোলন দানা বাঁধছে তখন কেন দলীয় পতাকা নিয়ে এই কর্মসূচি উঠছে প্রশ্ন! বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে চরম বিশৃঙ্খলা।

আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। বিজেপির এই কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার চরম এক অরাজক পরিস্থিতি তৈরি হয় সল্টলেকের করুণাময়ী এলাকায়।আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে সাধারন মানুষ পথে নেমেছেন। বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র বা চলচ্চিত্র জগত সবাই প্রতিবাদ জানাচ্ছেন। সেখানে নেই কোন রাজনৈতিক রঙ।

বৃহস্পতিবার সরাসরি বিজেপি এই আন্দোলনে নিয়ে এল রাজনৈতিক রঙ। দলীয় পতাকা হাতে নিয়ে  কার্যত সল্টলেক এলাকায় দাপিয়ে বেড়ালো। জোর করে ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে এলাকায় উত্তেজনা সৃষ্টি বাকি থাকল না কিছুই।পুলিশ আইন মেনে আন্দোলনকারীদের বাধা দিলে পাল্টা চড়াও হন বিজেপি কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভেঙে জোর করে আইন ভাঙার চেষ্টা হয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই এএই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এই কর্মসূচি ঘিরে।

এদিনের কর্মসূচিতে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁরা  সকলেই কি জানেন কেন বিজেপির ডাকে এই স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি? বাংলার সাধারণ মানুষ আরজি করের নারকীয় ঘটনার দ্রুত বিচার চান। অপরাধীর সর্বোচ্চ সাজা হোক  সেই দাবিতে পথে নেমেছেন সব বয়সী মানুষ। তবে রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয়। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে সরাসরি পতাকা নিয়ে রাস্তায় দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের। তবে কি আরজি কর ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক জমি দখলের চেষ্টা, উঠছে প্রশ্ন!

Related Articles