এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার! পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, শুরু লাঠিচার্জ
There is a lot of buzz around ABVP's Health Bhaban campaign

Truth Of Bengal : আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। তবে তাঁর আগেই আর জি কর কাণ্ড নিয়ে এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সিটি সেন্টার থেকে শুরু হয় মিছিল। সিটি সেন্টারে জমায়েত হয়ে স্বাস্থ্যভবনের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করেন তাঁরা।মিছিলটি মাঝ পথেই আটকাতে সক্ষম হয়েছে পুলিশ। এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি হাতে তাড়া করল পুলিশ। এদিকে এই ঘটনার পরপরই পুলিশের বিরুদ্ধে উঠেছে লাঠিচার্জের অভিযোগ। শুধু তাই নয়, পুলিশদের একাংশের বিরুদ্ধে উঠেছে ইট ছোড়ার অভিযোগ।
আর জি কর কাণ্ড নিয়ে এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার pic.twitter.com/kSnlRMlaGM
— TOB DIGITAL (@DigitalTob) August 20, 2024
মঙ্গলবার এবিভিপি নেতা-কর্মীদের সল্টলেকের সেক্টর ফাইভের স্বাস্থ্যভবন পৌঁছানোর আগেই পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ প্রায় দু’কিলোমিটার আগেই তাদের আটকে দেয়। তবে এবিভিপি কর্মীরাও দমে যাওয়ার পাত্র নয়। তাঁরা সকলে তখনই রাস্তায় বৃষ্টির মধ্যে স্লোগান দিতে থাকেন। এরপর তাঁরা ধীরে ধীরে ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করতেই উত্তেজনা ছড়ায়। তুমুল অশান্তির জেরে পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। ইট বৃষ্টি থেকে শুরু করে লাঠিচার্জ! সবকিছু নিয়ে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক জন এবিভিপি কর্মীকে আটক করে ভ্যানে তোলে পুলিশ।
বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ ভাবেই স্বাস্থ্যভবন অভিযান করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের উপরে লাঠি না চালালেই পারত। আমি ভাঙচুর চালাতে যাইনি। রাজ্যের যে পরিস্থিতি তাতে নিখোঁজ স্বাস্থ্যমন্ত্রীকে খুঁজতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের আক্রমণ করল। কিন্তু আরজি কর হাসপাতালে যারা ভাঙচুর চালাল তাদের যা খুশি তাই করতে দিল পুলিশ”।