নিজের গলায় ছুড়ি মারার চেষ্টা এক মহিলার, ঘটনায় চাঞ্চল্য দমদম সাতগাছি এলাকায়
The woman was suffering from depression

The Truth of Bengal: দমদম সাতগাছি এলাকায় আনন্দবিহার আবাসনের দু’নম্বর ব্লকের তিন তলায় একটি ফ্ল্যাটে দীপা রায় নামে এক মহিলা মানসিক অবসাদে ভুগতে থাকায় নিজের গলায় ছুড়ি মারার চেষ্টা করেছেন। দীপা রায় কয়েকদিন ধরে ফ্ল্যাটের বারান্দায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়ে আসছিলেন। আবাসনের অন্য আবাসিকরা এতে উদ্বিগ্ন হয়েছিলেন। আজও যখন তিনি এমন ঘটনা ঘটান, তখন আবাসনের অন্য আবাসিকরা তার ফ্ল্যাটে গিয়ে জানতে চান কেন তিনি এমনটা করছেন।
ঠিক সেই সময় আচমকা দীপা রায় ছুরি বের করে ভয় দেখাতে থাকেন। পরবর্তীতে নিজের গলায় ছুড়ির কোপ মারে ওই মহিলা। তার স্বামী তাকে বাঁচাতে গেলে তিনিও অল্পবিস্তর আহত হন ছুরির আঘাতে। আবাসিকরা নাগেরবাজার থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
নাগেরবাজার থানার পুলিশ জানতে পেরেছে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। তার মানসিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এই ঘটনা ঘটাচ্ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই আবাসনে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। আবাসনের অন্য আবাসিকদেরকেও গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।