
The Truth Of Bengal : ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে। আর এই দিকে শীত প্রায় নেই বললেই চলে । বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করেছে তাপমাত্রা । এই সবের মাঝখানে দোসর হয়েছে বৃষ্টি । আর এই আবহাওয়ার খামখেয়ালী পানায় নাজেহাল রাজ্যবাসী ।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী , বৃহস্পতি বার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা আংশিকভাবে মেঘলা থাকবে । শনিবার ও রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও পরিবর্তন হতে পারে তাপমাত্রা । এছাড়াও , হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে। শনি ও রবিবার সিকিম ও অরুণাচলে তুষারপাতের আশঙ্কা রয়েছে । পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকাগুলিতেও।
Free Access