কলকাতা

অপেক্ষার অবসান! শুরু হতে চলেছে কলকাতা গ্রীন লাইনের সম্পূর্ণ মেট্রো পরিষেবা

The wait is over! Full metro service on Kolkata Green Line is about to begin

Truth of Bengal: ২০১৯ সালে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোর কাজ চলাকালীন শিয়ালদাহ ও এস্প্লানেডের মধ্যবর্তী জায়গা বউবাজারের  দুর্গা পিতুরী লেন ও স্যাকরা পাড়া লেনের মধ্যে বেশ কয়েকটি জায়গা জুড়ে ফাটল দেখা দেয়।  এর ফলে তড়িঘড়ি ইঞ্জিনিয়াররা এই বিষয়ে তৎপর হয়ে ওঠেন সুরাহা খোঁজার জন্য।  এর পরেই শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ মেট্রো চালু হলেও বন্ধ রাখতে হয় হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা। ওই অঞ্চল জুড়ে বেশ কয়েকবার বিভিন্ন সমস্যা দেখা দিলে বন্ধ রাখতে হয় মেট্রোর কাজ।

মেট্রো রেল আধিকারিক তরফে জানাজায় কিছুদিন আগে ওই সুড়ঙ্গের কাজ শেষ হয়। লাইনও পাতা শেষ হয়েছে ইতিমধ্যে। অবশেষে সোমবার ট্রলি ট্রায়াল রান সফল হয়। তাই খুশির হাওয়া মেট্রোর শীর্ষ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কর্মী ও ইঞ্জিনিয়ারদের মধ্যে। ট্রলি সহযোগে ট্রায়াল রান শেষ হয়েছে বলে জানানো হয় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

জানানো হয়েছে এবার খুব তাড়াতাড়ি এই কাজ শেষ করে সেক্টর ফাইভ থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্তই মিলবে মেট্রো পরিষেবা।  যদিও এর আগেই KMRCL জানিয়েছিল এই লাইনের রিস্ক ফ্যাক্টর একদমই কেটে গিয়েছে।

আবার লাইন পাতার কাজও শেষ ইতিমধ্যে।  বউবাজারে ২৬০ মিটার অংশে ‘জিও ফিজিক্যাল ইনভেস্টিগেশন’ চালানো হচ্ছে এমনকি  ট‍্যানেল ও মাটির উপরেও এটি করা হচ্ছে বলে জানা গিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। তাই আশা করা হচ্ছে আগামী বছরই খুব তাড়াতড়ি শুরু হতে চলেছে কলকাতার গ্রীন লাইন মেট্রো পরিষেবা।