জোকায় তরুণী অনামিকা সর্দারের অস্বাভাবিক মৃত্যু, রয়েছে সুইসাইড নোটও, তদন্তে পুলিশ
The unusual death of young Anamika Sardar in Joka

The Truth Of Bengal : রহস্যজনকভাবে শনিবার ১০তলার আবাসন থেকে নীচে পড়ে যান এক তরুণী। তাতে জোকার মদগুল অন্তরা আবাসন চত্বরে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। রক্তে ভেসে যায় আবাসন চত্বর। নিথর দেহ দেখে এলাকাবাসী ছুটে আসেন। ভোর ৫টা নাগাদ বছর ১৮-র তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আবাসনের নীচের দরজার সামনে থেকে। কেন এই তরুণী পড়ে গেলেন? ১০তলার উঁচু আবাসন থেকে নীচে পড়ে যাওয়ার পিছনে রহস্য কী?
আত্মহত্যা না অন্যকোনও কারণ? রহস্যের জট ছাড়াতে আবাসনের ঘরে চলে তল্লাশি। উদ্ধার হয় একটি সুইসাইড নোট। সুইসাইড নোট দেখে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে তরুণী আত্মহত্যা করেছেন। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের বসার ঘরের টেবিলের উপরে যে চিঠিটি পড়ে ছিল, তা হাতে লেখা নয়।
ইংরেজিতে টাইপ করা সেই চিঠি খতিয়ে দেখে পুলিশ। মনে করা হয় আত্মহত্যার পথই বেছে নিয়েছেন অভিজাত আবাসনের বাসিন্দা। কেন এই চরম পথ বেছে নিয়েছেন এই তরুণী? অনামিকা সর্দারের মৃত্যুর পিছনে আসল কারণ কী তাও অনুসন্ধান করে দেখছেন পুলিশ কর্তারা। রহস্যের জট কাটাতে পুলিশি তত্পরতাও লক্ষ্যণীয়।
FREE ACCESS