কলকাতা
Trending

পার্ক স্ট্রিট উড়ালপুলে বেসরকারি বাসের ধাক্কা, ভেঙে পড়লো বড়দিনের অস্থায়ী গেট…

The temporary Christmas gate collapsed after a private bus hit the Park Street flyover

The Truth Of Bengal: পার্ক স্ট্রিট উড়ালপুলে বেসরকারি বাসের ধাক্কায় ভেঙে পড়লো বড়দিন উপলক্ষে রঙিন লাইট লাগানোর অস্থায়ী গেট। চাঞ্চল্য এলাকা জুড়ে।

ঘটনাটি ঘটেছে শনিবার বেলা প্রায় বারোটা নাগাদ। বিড়লা প্লানেটরিয়ামের দিক থেকে ধর্মতলার মুখী একটি বেসরকারি বাস দ্রুত গতিতে আসছিল এই উড়ালপুল দিয়ে। পাশের একটি বাসের সঙ্গে রেষারেষির জেরে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে এই অস্থায়ী গেটটিতে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের চালক এবং কয়েকজন যাত্রী অল্পবিস্তর চোট পান। কেউ হতাহত হননি।

ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ছুটে আসে কলকাতা পুলিশ এবং সাউথইস্ট ট্রাফিক গার্ডের কর্তারা। বাসটিকে পুলিশ আটক করে।রেকলেস ড্রাইভিং এর অভিযোগ এ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Free Access

Related Articles