ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা, কেমন থাকবে আজকের আবহাওয়া?
The temperature is slowly rising, how will the weather be today?

The Truth Of Bengal: বসন্ত এসে গেছে তার মানেতো এর পর থেকে শুরু মনোরম আবহাওয়া। এতদিন ধরে আপাতত শুষ্ক আবহাওয়া কিছুটা বজায় থাকলেও এবার সামান্য নামবে তাপমাত্রা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অনুভূতি খানিকটা বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আপাতত আগামী দু’দিন তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও বদল নেই।
আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বুধবারের পর হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দিনাজপুরে। সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে এমনটাই সূত্রের খবর। বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অপেক্ষাকৃত বেশি গরম পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।
FREE ACCESS