৫০বছরের রেকর্ড ভেঙে রেকর্ড গড়েছে তাপমাত্রা
The temperature broke the record of 50 years and set a record

The Truth of Bengal: বাংলা নববর্ষের শুরু থেকেই দাবদাহে কাটছে বঙ্গবাসীর।আবহাওয়া দফতরের রেকর্ড বলছে,গত ৫০বছরে টানা এতদিন ৪০ডিগ্রি ছাড়িয়ে যায়নি গরম।কার্যতঃ রেকর্ড ভাঙা তাপমাত্রায় সাধারণ মানুষের নাভিশ্বাস দশা। আমজনতার মনে একটাই প্রশ্ন কবে নামবে বৃষ্টি? কবে জুড়োবে এই জ্বালা ?আলিপুর আবহাওয়া দফতর বলছে,২১থেকে ২৩তারিখের মধ্যে একটু হেরফের হলেও বড় কোনও পরিবর্তন হবে না,থাকবে অস্বস্তিকর অবস্থা।
৫০বছরের রেকর্ড ভেঙে রেকর্ড গড়েছে তাপমাত্রা। তাপপ্রবাহের আঁচে পুড়ছে পুরো কলকাতা,অস্বস্তির চক্রব্যুহে বাংলার একাধিক জেলা।প্রখর রোদে ঝড়ছে ঘাম,জ্বালা ধরাচ্ছে ত্বকে। একটু বেলা বাড়তেই শহর থেকে গ্রাম সর্বত্র ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। যাঁরা একান্তই পেটের দায়ে রাস্তায় থাকছেন, তাঁদের কাহিল অবস্থা।চড়া রোদে মাথা ঘুরে যাওয়ার জোগাড়।আশঙ্কা রয়েই যায় হিথস্ট্রোকের।এই তপ্ত দশায় শুকিয়ে যাচ্ছে পুকুর, নদীর জল। গলতে শুরু করেছে রাস্তার পিচ। কংক্রিটের জঙ্গলে থাকা শহর কলাকাতা থেকে জঙ্গলমহল সর্বত্র চোখ রাঙাচ্ছে চড়া রোদ।তথ্য বলছে,৫০ বছরের ইতিহাসে টানা ৪১-এর কাছাকাছি তাপমাত্রা এতদিন দেখা যায়নি।হয়তো আগামী দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে,তবে এবার আবহাওয়া যে ব্যাটিং করছে তা সত্যিই ভয়ঙ্কর বলছেন প্রবীণ মানুষেরাও।কিন্তু আলিপুর আবহাওয়া দফতর কী কোনও স্বস্তির খবর দিতে পারছে ? কোনও পরিবর্তন হবে এই তাপপ্রবাহের ?
১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৭ ডিগ্রিতে। ২০২৩ সালে এপ্রিল মাসে ৪১ ডিগ্রি সেলসিয়াস পারদ ছুঁয়েছিল কলকাতায়। কিন্তু লাগাতার এই তপ্ত দশা লক্ষ্যকরা যায়নি।কলকাতার পাশাপাশি জেলাতেও তীব্র তাপপ্রবাহ থাকবে।বৃহস্পতিবার বাঁকুড়া,পঃ বর্ধমান,ঝাড়গ্রাম,পঃমেদিনীপুরে এই অবস্থার পরিবর্তন আপাতত হচ্ছে না। পূর্বাভাস বুঝেই সাবধান বাণী শোনাচ্ছে আলিপুরের আবহাওয়াবিদরা। সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি তাপপ্রবাহে সেভাবে ছায়া ফেলতে পারবে না বলেও আবহাওয়াবিদরা বলছেন।