কলকাতারাজ্যের খবর
সোমে চাকরি মামলার শুনানি সুপ্রিমকোর্টে,প্রধান বিচারপতির এজলাসে চলবে বিচার
The Supreme Court announced the date of hearing to determine the future of 26,000 jobless

The Truth of Bengal: কলকাতা হাইকোর্ট এসএসসি মামলায় প্রায় ২৬হাজার চাকরি বাতিল করে দিয়েছে।তাতে কর্মহীন হওয়ার আশঙ্কায় রয়েছেন কর্মরত শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরা।তাই তাঁদের চাকরি বাঁচাতে রাজ্য সরকারও এসএসসি কর্তৃপক্ষ সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে।ঠিক হয় ৩মে শুনানি হবে।কিন্তু সেই শুনানির দিন এগিয়ে আসে।জানা যাচ্ছে,সোমবার অর্থাত্ ২৯ এপ্রিল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চই এই মামলার শুনানি হবে।সোমবার দুপুর ১২টা নাগাদ এই শুনানি হবে।