হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর কাজ শেষের পথে
The security and infrastructure of the hospital is nearing completion

Truth of bengal: হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর কাজ চলছে দ্রুত গতিতে। আর সামান্য কিছু কাজ বাকি আছে। সেই কাজ চলতি মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। আজ শুক্রবার নবান্নে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব। এদিনের এই। বৈঠকে স্বাস্থ্য দফতর ছাড়াও পূর্ত দফতরের সচিব হাজির ছিলেন।
শুক্রবার মুখ্য সচিবের কাছে যে রিপোর্ট এসেছে, তাতে দেখা যাচ্ছে সিসিটিভি লাগানো থেকে শুরু করে রেস্ট রুম, রক্ষী নিয়োগ-সহ বিভিন্ন কাজের ৯৮ শতাংশ সম্পূর্ণ। সিসিটিভি লাগানোর কাজের ভার দেওয়া হয়েছে ওয়েবেলকে। এছাড়া পূর্ত দফতর এবং অন্যান্য কিছু সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবারের বৈঠকের পর মুখ্য সচিব রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
অন্যদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বৈঠক হয়। মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে সেই বৈঠকে দ্রুত হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামোর কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শুক্রবার মুখ্য সচিব বৈঠকে বসেন। বৈঠকে ঠিক হয়েছে, ৩১ তারিখের মধ্যে আরজি কর হাসপাতালের পরিকাঠামো এবং নিরাপত্তার ক্ষেত্রে সমস্ত কাজ সম্পন্ন হবে।
পাশাপাশি অন্যান্য হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামোর কাজ আগামী ২৫ তারিখের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি নিয়ে এর আগে সুপ্রিম করতে জানিয়েছিল রাজ্য। সেখানে কাজ শেষ করার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। অনেক বেশি লোক লাগিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কাজ এখন প্রায় শেষের পথে। বাকি কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।