কলকাতা

বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটেদের পরিচয়পত্র সংগ্রহ করবে পুলিশ, নির্দেশ লালবাজারের

The police will go door to door and collect the identity cards of the tenants, according to Lalbazar

Truth Of Bengal : অন্যের নাম ও পরিচয় নিয়ে শহরের বুকে বাড়ি ভাড়া করে থাকার ঘটনা আজকের নয়। এইভাবেই দুষ্কৃতীরা নিজেদের গা ঢাকা দেয়। এই কিছুদিন আগেই কলকাতায় অন্যের নাম নিয়ে এক বাংলাদেশি থাকছিল ভাড়া বাড়িতে। ইতিমধ্যেই পুলিশের জালে গ্রেফতার হয়েছে সে। এবার সেই কারণেই অন্যের নাম নিয়ে ভাড়া বাড়িতে থাকার এই ঘটনা লাগাম টানতে প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছে লালবাজার। তাই বাড়ি বাড়ি ঘুরে ভাড়াটেদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

চলতি সপ্তাহ থেকেই প্রায় প্রতিটি থানাকে এই নির্দেশ দিয়েছে লালবাজার। প্রতিটি থানার পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটের পরিচয় জেনে  পুলিশের দেওয়া একটি ফর্ম ফিলাপ করে থানায় জমা দেয় । পাশাপাশি কেউ যদি পেয়িং গেস্ট  হিসাবে থাকে তাহলে তাঁর পরিচয় পত্রের নথি জমা রাখতে হবে বলে নির্দেশ লালবাজারের। তবে এই ক্ষেত্রে একটি প্রশ্ন ঘুরপাক করাটা স্বাভাবিক, আদেও এই নথিও কি হবে আসল? সেটা কিভাবে বোঝা যাবে?

জানা গেছে ভাড়াটে এবং পেয়িং গেস্ট সম্পর্কে তথ্য জানার যে ফর্ম সেই ফর্ম আগে থেকেই দেওয়া থাকে প্রতিটি থানায়। সেই ফর্ম ফিলাপ করে নাগরিক কিংবা বাসিন্দারা জমা দেবেন থানায়। তবে অনেক দিন ধরেই এই নিয়ম মেনে কেউ বাড়ি ভাড়া দিচ্ছিলেন না। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছিল কেউ বাড়ি ভাড়া দেওয়ার পর তাঁর পরিচয় নথি থানায় জমা করছিলেন না । যে কারণে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার ব্যপারটা ইদানিং অনেকটাই বেড়ে গিয়েছিল। এবার সেই প্রবণতা বন্ধ করতেই প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে।

Related Articles