আন্দোলনকারীদের দাবি মেনে নিল পুলিশ, উঠল ব্যারিকেড
The police accepted the demands of the protestors, the barricade was raised

Truth Of Bengal: অবশেষে আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে ব্যারিকেড তোলার নির্দেশ দিলেন পুলিশ কর্তা। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ছিল, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত তাঁদের মিছিল এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তাদেরকে ততদূর পর্যন্ত এগোতে না দেওয়ার জন্য ২২ ঘণ্টা সেখানে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। অবশেষে ওখান থেকে আরও ১০০ মিটার এগোনোর অনুমতি পেয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। ‘আমরা করব জয়…’ একই সুরে একই সাথে গলা মিলিয়ে এগিয়ে আসতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের।
পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ফিয়ার্স লেনের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। এই মিছিলকে আরও একশো মিটার এগোনোর অনুমতি দিয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে থেকে ২২ জনের প্রতিনিধিদল লালবাজারে প্রবেশ করে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ আবারো আন্দোলনরত চিকিৎসকদের সাথে কথা বলেছিলেন পুলিশ। এবার কিঞ্জল নন্দ-সহ চিকিৎসকদের প্রতিনিধিদলের সাথে কথা বলতে আসেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার। আন্দোলনকারীদের সাথে সোমবার থেকে বহুবার কথা বলেছেন পুলিশের পদস্থ কর্ম-কর্তারা। মঙ্গলবার সকালেও আন্দোলনকারী চিকিৎসকদের সাথে কথা বলেছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার।