কলকাতা

শপথ জট কাটল না, সিদ্ধান্ত হবে বিএ কমিটিতে

The oath was not cut, the decision will be made in the BA committee

The Truth of Bengal: নবনির্বাচিত দুই সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন কে? বিতর্ক ঝুলেই রইল। রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন। তবে আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন স্পিকার যখন উপস্থিত রয়েছে তখন তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না। এদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধানসভায় ঢোকার সময় স্পষ্ট জানান সিদ্ধান্ত যা হওয়ার বিএ কমিটিতেই হবে। এক মাসের বেশি সময় ধরে নির্বাচনে জেতার পরও শপথ গ্রহণ করতে পারছেন না দুই নবনির্বাচিত সদস্য।

বিধানসভাতে এসে যাতে তাদের শপথ বাক্য পাঠ করা রাজ্যপাল সেই দাবি নিয়ে দুই নবনির্বাচিত সদস্য অবস্থানে বসেন। এরই মধ্যে ২৪ ঘন্টা নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন আহ্বান করেন স্পিকার। আর সেই অধিবেশন ঘোষণার পরপরই রাজ্যপাল শপথ গ্রহণের দায়িত্ব অর্পণ করেন ডেপুটি স্পিকারের কাঁধে। তবে ডেপুটি স্পিকার জানিয়ে দিয়েছেন তিনি শপথ বাক্য পাঠ করাবেন না যেহেতু স্পিকার উপস্থিত রয়েছেন। এই অবস্থায় শপথ বাক্য পাঠ করাবেন কে? বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন সিদ্ধান্ত হবে বিএ কমিটিতে। ভগবানগোলার নবনির্বাচিত বিধানসভার সদস্য রেয়াত হোসেন সরকার বলেন, রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন তা স্পিকারকে অসম্মান করা। শপথের বিষয়ে স্পিকার যে সিদ্ধান্ত নেবেন তাই যথার্থ হবে। মন্তব্য করেছেন রেয়াত হোসেন সরকার।

ভগবানগোলার নবনির্বাচিত বিধানসভার সদস্য রেয়াত হোসেন সরকার বলেন, রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন তা স্পিকারকে অসম্মান করা। শপথের বিষয়ে স্পিকার যে সিদ্ধান্ত নেবেন তাই যথার্থ হবে। মন্তব্য করেছেন রেয়াত হোসেন সরকার।

Related Articles