ফের মেজাজ বদল আবহাওয়ার, আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
The mood changes again, there is a chance of light rain in South Bengal from tomorrow

The Truth Of Bengal: বসন্ত এসে গেছে তার মানেতো এর পর থেকে শুরু মনোরম আবহাওয়া। এতদিন ধরে আপাতত শুষ্ক আবহাওয়া কিছুটা বজায় থাকলেও এবার বেশ কিছু জেলায় সামান্য নামবে তাপমাত্রা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমের অনুভূতি খানিকটা বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার মহানগরে সোমবার রাতে এক ধাক্কায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ হালকা মেঘলা এবং কুয়াশার জন্য থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দেখা যাবে আবহাওয়ার সম্পূর্ণ ভোলবদল। অর্থাৎ বুধবারের পর থেকে আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী বৃহস্পতিবার আকাশ মেঘলা, ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোন পূর্বাভাস নেই। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে বুধবার মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরো বাড়তে পারে।
এদিকে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে সমস্ত জেলা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজ্যের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে এমনটাই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যা বহাল থাকবে শুক্রবার পর্যন্ত।
FREE ACCESS