ক্রিকেট খেললেন ফিরহাদ হাকিম! কলকাতা পৌর সংস্থার নেতৃত্বে আয়োজিত হল মেয়রস ক্রিকেট কাপ
Mayor's Cricket Cup

The Truth of Bengal: জার্সি পড়ে হাতে ব্যাট নিয়ে মাঠে নামলেন মেয়র ফিরহাদ হাকিম। ক্রিজে স্ট্রাইক নিয়ে ব্যাট চালানোর চেষ্টা মেয়রের। যদিও উত্তরে হাতে হেরে গিয়ে মন খারাপ দক্ষিণ কলকাতার কাউন্সিলরদের। আসলে এদিন কলকাতা পৌর সংস্থার নেতৃত্বে আয়োজিত হয়েছিল মেয়রস ক্রিকেট কাপ। যেখানে অংশগ্রহন করেছিলেন সমস্ত কাউন্সিলররা। উত্তর থেকে দক্ষিণ সব ওয়ার্ডের কাউন্সিলর দের নিয়ে এদিন পাটুলি উপনগরী মাঠে মেয়রস কাপের ক্রিকেটের আয়োজন করা হয়। হাজির ছিলেন কলকাতা পৌর সংস্থার চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ উত্তর ও দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ এবং মহিলা কাউন্সিলররা।
মার্চ পাসের মাধ্যমে শুরু হয় একদিনের পারদর্শিনী ক্রিকেট ম্যাচ। সারা বছর রাজনীতি থেকে নিয়ে প্রশাসনিক কচকচানি থেকে মধ্যে থাকেন রাজনীতিবিদ কাউন্সিলররা। তবে আজকে ছিল একটা আলাদা আনন্দ ও উল্লাসের দিন। ক্রিকেট ম্যাচে মাধ্যমে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলাম সমস্ত কাউন্সিলররা। তবে আজকেও ক্রিকেট ম্যাচে ও গরহাজির ছিলেন বিরোধী কাউন্সিলররা। তবে রাজনীতির পাশাপাশি খেলার মাঠে ও প্রস্তুত থাকতে হয় বলে জানালেন কলকাতা পৌর সংস্থার চেয়ারপারসন মালা রায়। আজ তিনিও উপভোগ করলেন এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আনন্দ। কাউন্সিলরদের মধ্যেও দেখা যায় আনন্দ ও উদ্দীপনা। বিশেষ করে মেয়র ও চেয়ারম্যানকে পেয়ে খুশি সমস্ত কাউন্সিলররা।
এদিন ছিল শুধু ক্রিকেটের গল্পঃ। কোমরের সমস্যার হলেও তিন চার বছর পর ব্যাট ধরে আনন্দ মেতে ওঠেন মেয়র ফিরহাদ হাকিম নিজেই। এদিন মেয়র হাতে ফুল তুলে দিয়ে সম্বর্ধনা জানান কলকাতা পৌর সংস্থার মুখ্য সচেতক তথা মেয়রস কাপের মূল আয়োজক ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এদিন মহিলা কাউন্সিলরদের মেয়রের সঙ্গে সেলফি ও ছবি তুলতে দেখা যায়। এছাড়া সংবর্ধিত করা হয় চেয়ারপারসন ও ডেপুটি মেয়র অতীন ঘোষকেও।
খেলার শেষে মেয়রের বার্তা জয় পরাজয় থাকবে। কিন্তু উত্তর থেকে দক্ষিণ সমস্ত কাউন্সিলররা একসঙ্গে আছে। আর মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে মানুষেকে সেবা প্রদান করে একসঙ্গে মিলে ঝাঁপিয়ে পড়ছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। তবে সবচেয়ে বেশি আনন্দিত দেখা যায় মহিলা কাউন্সিলরদের। হার জিতের ঊর্ধ্বে উঠে খুব মজা করলেন সমস্ত রাজনীতিক ও কাউন্সিলররা। তবে উত্তরের কাছে দক্ষিণে হারের কিছুটা হলেও মন খারাপ হল দক্ষিণের। ডেপুটি মেয়রের কাছে মেয়রের দক্ষিণ কাউন্সিলরের হারে মধ্যে দিয়ে একদিনের আনন্দ উদ্দীপনার মধ্যে দিন কাটালেন সমস্ত কাউন্সিলররা।